হাওজা নিউজ এজেন্সি: ইরানের সর্বোচ্চ নেতা বলেন, গাজা তথা ফিলিস্তিনিরা যে একদিন দখলদার যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের বিরুদ্ধে বিজয়ী হবে, তা কিন্তু আগে কেউ কল্পনাও করতে পারেনি। এটা কেবল আল্লাহর একান্ত অনুগ্রহেই সম্ভব হয়েছে।
রোববার ইরানের ৪১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, যদি আপনাকে আগে বলা হতো যে, গাজার জনগণ এমন একটি পরাশক্তির বিরুদ্ধে লড়বে, যার সঙ্গে মার্কিন সামরিক শক্তি রয়েছে এবং তারা তাদের পরাস্ত করবে—আপনি কী তা বিশ্বাস করতেন? কেউই বিশ্বাস করত না, কিন্তু আল্লাহর পরম কৃপায় তা সম্ভব হয়েছে।
তিনি পবিত্র কুরআনের একটি আয়াতের উদ্ধৃতি তুলে ধরে বলেন, ‘আল্লাহর একান্ত অনুগ্রহেই অল্প সংখ্যক মানুষও বৃহৎ শক্তিকে পরাজিত করতে পারে’।
সমগ্র বিশ্বকে পবিত্র কুরআনের দিকে ফিরে যাওয়ার আহ্বান
বক্তব্যের এক পর্যায়ে ‘সমস্ত সমস্যার সমাধানে পবিত্র কুরআনের শিক্ষা অনুসরণের আহ্বান’ জানিয়েছেন ইসলামী বিপ্লবের নেতা খামেনেয়ী।
তিনি বলেন, ‘কুরআনের প্রতিটি বিষয়ই একটি অলৌকিক ব্যাপার। যদি আমরা কুরআনের শিক্ষা কাজে লাগাই, তবে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে’।
আয়াতুল্লাহ খামেনেয়ীর মতে, পবিত্র কুরআনের নির্দেশনা অনুসরণ করলেই ব্যক্তি, সমাজ ও জাতিগত সংকট দূর করা সম্ভব এবং এটি মানুষের জীবনে আশীর্বাদ বয়ে আনবে।
সূত্র: মেহের নিউজ
আপনার কমেন্ট